নারায়ণগঞ্জের তিন উপজেলায় ভোট গ্রহণ চলছে

299

নারায়ণগঞ্জ, ৩১ মার্চ, ২০১৯ (বাসস) : উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে নারায়ণগঞ্জ জেলার তিনটি উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আজ জেলার রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায় সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীও সকাল থেকে তৎপর রয়েছে। নিরাপত্তা জোরদার করতে নির্বাচনী এলাকাগুলোতে জেলা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলার রক্ষায় বিপুল সংখ্যক র‌্যাব, বিজিবি, আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।
সকালে ভোটারের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে বলে প্রার্থীরা আশা প্রকাশ করছেন।
এদিকে, সোমবার রাতে সোনারগাঁয়ের একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সাদিপুর ইউনিয়নের কেন্দ্র দখল চেষ্টা অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। অন্য উপজেলার কোনো কেন্দ্রে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রূপগঞ্জ উপজেলায় ১২৭টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৮শ’ ৮৮। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪শ’ ৫৫ জন। মহিলা ভোটার ১ লাখ ৭১ হাজার ৪শ’ ৩৩ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। নৌকা প্রতীক নিয়ে মো. শাহজাহন ভূইয়া, আম প্রতীক নিয়ে এনএনপি’র এস আলম এবং স্বতন্ত্র প্রার্থী তাবিবুল কাদির তমাল আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
আড়াইহাজার উপজেলায় ১১৩ টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৮শ’ ৬৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ১শ’ ২২জন আর মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৩৯ হাজার ৭শ’ ৪৫। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। মুজাহিদুর রহমান হ্যালো নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন মোল্লা আনারস ও মো. আমজাদ খান কাপ পিরিচ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝর্ণা রহমানের প্রতিদ্বন্দ্বী না থাকায় এই দুই প্রার্থী আগেই নির্বাচিত হযেছে। তাই এ উপজেলায় শুধু ভোট চলছে চেয়ারম্যান পদে।
সোনারগাঁও উপজেলায় ১১৮ টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ০৩ হাজার ৮শ’ ৭২জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৭শ’ ০২ জন, মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৪৭ হাজার ১শ’ ৭০জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীক নিয়ে মো. মোশাররফ হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে মাহফুজুর রহমান কালাম। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকের নির্বাচনে।