বাজিস-১ : মুন্সীগঞ্জে ভোট গ্রহণ শুরু

264

বাজিস-১
মুন্সীগঞ্জ-ভোটগ্রহণ
মুন্সীগঞ্জে ভোট গ্রহণ শুরু
মুন্সীগঞ্জ, ৩১ মার্চ, ২০১৯ (বাসস) : জেলার ৬টি উপজেলায় উৎসবমুখর পরিবেশে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারই জেলার সদর উপজেলায় প্রথম ইভিএম’এ ভোট গ্রহণ চলছে।
৬টি উপজেলার মধ্যে সদর উপজেলার ১১৬টি ভোট কেন্দ্রের সবগুলোতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হচ্ছে। এ কেন্দ্রগুলোতে ২৩২ জন সেনাবাহিনীর বিশেষজ্ঞ থাকবে।
উপজেলা পরিষদের ৪র্থ ধাপের এ নির্বাচনে ছয়টি উপজেলায় মোট ভোটার রয়েছেন ১১ লাখ ৬৩ হাজার ৫৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৫৮ হাজার ৩৩ জন ও মহিলা ৫ লাখ ৬৫ হাজার ৫০৪ জন। ছয়টি উপজেলায় মোট প্রার্থী আছে মোট ৫৯জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৯জন ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪০ জন।
বাসস/সংবাদদাতা/মমআ/০৯৫৫/-নূসী