বাসস ক্রীড়া-৬ : বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে এখনো আশাবাদী নন পেলে

202

বাসস ক্রীড়া-৬
ফুটবল-বিশ্বকাপ
বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে এখনো আশাবাদী নন পেলে
সাও পাওলো, ৭ জুন ২০১৮ (বাসস) : পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে আসন্ন রাশিয়া বিশ্বকাপে অনেকেই আশাবাদী হলেও এখনও নিজ দেশকে নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না কিংবদন্তী ফুটবলার পেলে। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে মনে করেন ব্রাজিল এখনও সাফল্যের লক্ষ্যে সঠিক পথে নেই।
এ সম্পর্কে পেলে বলেন, ‘তিতের দক্ষতার ওপর আমার পূর্ণ আস্থা আছে। তবে আমার চিন্তা অন্য জায়গায়, বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটি দিন বাকি আছে। কিন্তু এখনো আমরা সঠিক দলটি দেখতে পাচ্ছিনা। ব্যক্তিগতভাবে সব খেলোয়াড়রাই ভাল, কিন্তু দল হিসেবে নয়।’
দলের তারকা ফরোয়ার্ড ও মূল খেলোয়াড় নেইমার ফেব্রুয়ারিতে পায়ের ইনজুরির কারনে দীর্ঘদিনে মাঠের বাইরে ছিলেন। হাঁটুর ইনজুরির কারণে ফুল-ব্যাক ডানি আলভেস দল থেকেই ছিটকে গেছেন। রেনাটো অগাস্টো ও ডগলাস কস্তার পেশীতে টান পড়ায় রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ী ম্যাচে দলে ছিলেননা। ম্যাচটিতে নেইমার বিরতির পরে মাঠে নেমে জয়সূচক গোলটি করেন। পেলে বিশ্বাস করেন প্যারিস সেইন্ট-জার্মেইর এই স্ট্রাইকারই রাশিয়ায় ব্রাজিলের শিরোপা জয়ে অনুপ্রেরণরা উৎস হতে পারেন। তিনি বলেন, ‘আমার কাছে নেইমার হচ্ছে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আজ সে আরো বেশী পরিণত, আরো বেশী অভিজ্ঞ। কিন্তু এখনো তার বিশ্বকাপ জয়ের কোন অভিজ্ঞতা নেই। আর তা করতে হলে ব্রাজিলকে একটি দল হিসেবে খেলতে হবে।’
‘১৯৭০ সালে ব্রাজিলের দলটি সর্বকালের সেরা দল হিসেবে বিশ্বকাপ জিতেছিল। ওই দলের সদস্য টোস্টাও, রিভেলিনো, গারসন, পেলে সকলেই নিজ নিজ ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামতো। ১৯৭০ সালে আমরা ছয় মাসেরও বেশী সময় একসাথে অনুশীলন করেছি, যে কারনে সাফল্য এসেছে।’
এবারের বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল মাত্র তিনটি প্রীতি ম্যাচ খেলেছে। রোববার ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। গ্রুপ-ই’র অপর দুটি দল হচ্ছে কোস্টা রিকা ও সার্বিয়া।
বাসস/নীহা/১৮১৫/-স্বব