বাসস দেশ-২৮ : নেভানো হয়েছে ডেল্টা লাইফ টাওয়ারের আগুন

318

বাসস দেশ-২৮
আগুন-নির্বাপন
নেভানো হয়েছে ডেল্টা লাইফ টাওয়ারের আগুন
ঢাকা, ৩০ মার্চ, ২০১৯ (বাসস) : বহুতল ডেল্টা লাইফ টাওয়ারের আগুন নেভানো হয়েছে। রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত ভবনটির চতুর্থ তলার সার্ভার রুমে শনিবার বিকাল ৩টা ৪৭ মিনিটে আগুন লাগে।
তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই ভবনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।
বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভবনটির চার তলার সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়েই আমরা চলে আসি। তবে ততক্ষণে আগুন নিভে গেছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ‘আমরা দেখেছি, ভবনটির এই ফ্লোরে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই।
ভবনটির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আরি হোসেন বাসসকে জানান, চার তলার স্টোর রুম থেকে আগুনের সুত্রপাত হয়। নিজেদের ব্যবস্থাপনায় আগুন নেভাতে সক্ষম হয়েছি। তবে, এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ডেল্টা লাইফের চার তলায় অস্ট্রিয়া, ডেনমার্ক ও সুইডেনের ভিসা সেন্টার অফিস রয়েছে। সেই ফ্লোরের উত্তর দিকের একটি স্টোর রুমের লাইট ওভারহিট হয়ে বিস্ফোরিত হয়। ভবনের নিজস্ব হাইড্রেন্ট ও ফায়ার ফাইটিং ইউনিট দিয়ে আগুন নেভানো হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯০৫/-জেজেড