বাসস ক্রীড়া-১২ : সোনা জিততে পরলেন না রোমান

223

বাসস ক্রীড়া-১২
আরচারি-পদক
সোনা জিততে পরলেন না রোমান
ঢাকা, ৩০ মার্চ, ২০১৯ (বাসস) : থাইল্যান্ডে ২০১৯ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-১) ফাইনালে পেরে ওঠেননি রোমান সানা। কাজাখস্তানের প্রতিযোগীর কাছে হেরে রুপা জিতেই সন্তষ্ট থাকতে হলো বাংলাদেশের এই আর্চারকে। ব্যাংককে আজ রিকার্ভ পুরুষ এককের ফাইনালে কাজাখস্তানের আব্দুল্লিন ইফাতের কাছে ৬-২ সেট পয়েন্টে হার মানেন রোমান। প্রথম সেটে ২৯-২৭ পয়েন্টে হেরে যাওয়া রোমান দ্বিতীয় সেটে দারুণ লড়াই করে ২৮-২৭ পয়েন্টে হেরে লড়াই থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েন। রোমান তৃতীয় সেটে ২৯-২৮ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান। কিন্তু পরের সেটে হেরে যান ২৯-২৪ পয়েন্টে। রিকার্ভ পুরুষ দলীয় বিভাগে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। রোমান-হাকিম আহমেদ রুবেল-ইমদাদুল হক মিলনের গড়া দল ৫-৪ সেট পয়েন্টে কাজাখস্তানকে হারায়।
বাসস/স্বব/১৮৩০/মোজা/এএমটি