বাসস দেশ-১৮ : বিমান বাহিনী প্রধানের মালয়েশিয়ায় কর্মব্যস্ত সময় অতিবাহিত

125

বাসস দেশ-১৮
বিমান-প্রধান-মালয়েশিয়া
বিমান বাহিনী প্রধানের মালয়েশিয়ায় কর্মব্যস্ত সময় অতিবাহিত
ঢাকা, ৩০ মার্চ, ২০১৯ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত মালয়েশিয়ায় কর্মব্যস্ত সময় অতিবাহিত করছেন। তিনি ৬ দিনের এক সরকারি সফরে বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
মালয়েশিয়ায় সফরকালে তিনি এয়ার চীফস্ কনফারেন্সে অংশগ্রহণ করেন এবং রাজকীয় মালয়েশিয়া বিমানবাহিনীর প্রধানসহ এয়ার চীফস কনফারেন্সে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
এছাড়াও, তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘ল্যাংকাওয়া ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যারোস্পেস এক্সিবিশন (এলআইএমএ)-২০১৯’ এ অংশগ্রহণ করেন। বিশে^র ৩২টি দেশের মোট ৪০৬টি ডিফেন্স এবং কমার্শিয়াল কোম্পানি তাদের অত্যাধুনিক প্রোডাক্ট ও সার্ভিস অফারসহ এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।
এই প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে লব্ধ প্রযুক্তিগত ধারণা ও জ্ঞান বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আইএসপিআর আশা প্রকাশ করেছে।
বাসস/আইএসপিআর/এমএন/১৭৩৮/-জেজেড