বাসস দেশ-১২ : বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় মামলা

118

বাসস দেশ-১২
এফআর টাওয়ার-আগুন-মামলা
বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় মামলা
ঢাকা, ৩০ মার্চ, ২০১৯ (বাসস) : রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডের হতাহতের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শনিবার পুলিশ বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করে।
গত বৃহস্পতিবার দুপুরে বনানীর ২৩ তলা ওই ভবনটিতে আগুন লাগে। আগুনের ঘটনায় আটকা পড়েন অনেকে। আগুন নিয়ন্ত্রণ ও আটকেপড়াদের উদ্ধারে কাজ করেন ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের আট ও নয়তলা থেকে আগুনের সূত্রপাত। এর পরই একের পর লাশ বের করে আনা হয়। পরে ২৫ জনের লাশের তথ্য নিশ্চিত করে তালিকা প্রকাশ করা হয়।
আহতদের মধ্যে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আবু হেনা মোস্তফা কামাল নামে এক ব্যক্তি আজ শনিবার সকালে মারা যান। এনিয়ে এই অগ্নিকান্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।
বাসস/নিজস্ব/এমএমবি/১৭০২/এএএ