বাসস দেশ-১১ : উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপ কাল সংশ্লিষ্ট এলাকার অধস্তন আদালতে ছুটি ঘোষণা

117

বাসস দেশ-১১
উপজেলা-নির্বাচন-ছুটি
উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপ কাল সংশ্লিষ্ট এলাকার অধস্তন আদালতে ছুটি ঘোষণা
ঢাকা, ৩০ মার্চ, ২০১৯ (বাসস) : আগামীকাল ৩১ মার্চ রোববার উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে সংশ্লিষ্ট এলাকায় সব অধস্তন আদালত সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ম উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন (৪র্থ পর্যায়) পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, যশোর, খুলনা, বাগেরহাট, ময়মনসিংহ, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কক্সবাজার ও দিনাজপুর জেলার নির্বাচনী এলাকায় সকল সরকারী, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারী অফিস, প্রতিষ্ঠান ভোটারদের ভোট গ্রহণ ও ভোট দেয়ার সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব এলাকার নির্বাচনী এলাকায় অবস্থিত সকল অধস্তন আদালতও ছুটির আওতাভুক্ত থাকবে।
বাসস/এএসজি/ডিএ/১৬৫৮/কেজিএ