বাসস ক্রীড়া-৫ : মেন্ডির ফিটনেস নিয়ে চিন্তিত গার্দিওলা

186

বাসস ক্রীড়া-৫
ফুটবল-গার্দিওলা
মেন্ডির ফিটনেস নিয়ে চিন্তিত গার্দিওলা
লন্ডন, ৩০ মার্চ ২০১৯ (বাসস) : মৌসুমের শেষ ভাগে এসে ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডির ফিটনেস নিয়ে দারুণ দু:শ্চিন্তায় পড়েছেন ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা। তার মতে দীর্ঘ এই ইনজুরি থেকে ফিরে এসে নিজেকে আবারো শীর্ষ পর্যায়ে প্রমান করাই এখন মেন্ডির সামনে বড় চ্যলেঞ্জ।
দুই বছর আগে মোনাকো থেকে সিটিতে আসার পর থেকেই ইনজুরি সমস্যায় ভুগছেন মেন্ডি। আর দীর্ঘ এই ইনজুরির কারণে নিজের ক্যারিয়ার নিয়েও এখন শঙ্কিত তিনি। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার প্রথম মৌসুমে মাত্র ১৩টি লিগ ম্যাচে মূল একাদশে সুযোগ পেয়েছিলেন। নভেম্বরে হাঁটুর ইনজুরি কাটিয়ে দলে ফেরার ম্যাচে মাত্র ১১ মিনিট মাঠে ছিলেন। চলতি সপ্তাহে অবশ্য সিটির পূর্ণ অনুশীলনে ফিরেছেন মেন্ডি। সিটির হয়ে মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে আবারো কিভাবে মানিয়ে নিতে পারবেন এই শঙ্কা থেকেই যায়। গার্দিওলাও বলেছেন এজন্য তাকে অবশ্যই ফিটনেস প্রমাণ করতে হবে। সিটি বস বলেন, দুই থেকে তিনমাস যদি সে ইনজুরি কাটিয়ে ধারাবাহিকভাবে খেলতে পারে তবে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। কিন্তু ফিরে এসে আবারো যদি দীর্ঘদিনে জন্য ছিটেক যান তবে সন্দেহ থেকেই যায়। গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদিনের অনুশীলনে তার পারফরমেন্স। হাঁটুর সমস্যা আছে কিনা এতেই প্রমাণিত হবে। তবে আমার বিশ^াস সব প্রতিকূলতা অতিক্রম করে সে ফিরে আসবে। মানসিকভাবে সে দারুণ শক্তিশালী একজন খেলোয়াড়। তবে সবকিছুর জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন।
বাসস/নীহা/১৬১৫/মোজা/স্বব