বাসস ক্রীড়া-৩ : ইউনাইটেডেরর জন্য পগবা ও রাশফোর্ড গুরুত্বপূর্ণ

122

বাসস ক্রীড়া-৩
ফুটবল-সুলশার
ইউনাইটেডেরর জন্য পগবা ও রাশফোর্ড গুরুত্বপূর্ণ
লন্ডন, ৩০ মার্চ ২০১৯ (বাসস) : ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যতের জন্য পল পগবা ও মার্কোস রাশফোর্ড অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন কোচ ওলে গানার সুলশার।
ইউনাইটেডের স্থায়ী কোচ হিসেবে গতকাল তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন সুলশার। গত ডিসেম্বরে হোসে মরিনহোর স্থানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহনের পর নিজেকে একের পর এক প্রমানের পুরস্কার হিসেবেই তার চাকরি স্থায়ী করা হয়।
সুলশারের অধীনে পগবা ও রাশফোর্ড দু’জনেই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে নিজেদের ভবিষ্যত শক্ত করেছেন। এর আগে মরিনহোর বিবেচনায় মূল একাদশে খেলতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল দু’জনকেই। যে কারণে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মত দলগুলোর চোখ পড়ে এই দুই তারকার উপর। এমনকি আন্তর্জাতিক বিরতির সময় পগবা বলেছিলেন, স্প্যানিশ রাজধানীতে জিনেদিন জিদানের অধীনে খেলাটা তার কাছে স্বপ্নের মত। কিন্তু সুলশার ওল্ড ট্রাফোর্ডে দুজনের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে ইউনাইটেড বস বলেন, ‘তারা আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে আমরা যা অর্জন করেছি তা ধরে রাখাই ক্লাবের লক্ষ্য। খেলোয়াড়দের কাছ থেকেও আমরা সেটাই আশা করি। ক্লাবের ঐতিহ্য বিবেচনায় যেকোন মূল্যেই দলকে শক্তিশালী রাখতে হবে।’
সুলশারের অধীনে আরো একজন খেলোয়াড় নিজেকে দারুণভবে প্রমাণ করেছেন। নিজের যোগ্যতা দিয়েই ইউনাইটেডের রক্ষণভাগে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভিক্টর লিন্ডেলফ। আর নিজের এই পারফরমেন্সের পিছনে সুলশারের অবদানের কথা স্বীকার করতে ভুল করেননি সুইডিশ এই সেন্টার ব্যাক। ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘সব খেলোয়াড়ের জন্যই সুলশার অসাধারণ ভূমিকা রেখেছেন। তিনি আমাদের যথেষ্ঠ সহযোগিতা করেন। মাঠেও তিনি আমাদের সকলের সাথে সবসময় হাসিমুখে কথা বলেন। একজন কোচের কাছ থেকে এই ধরনের ব্যবহার যেকোন খেলোয়াড়ের আত্মবিশ^াস বাড়িয়ে দেয়।’
বাসস/নীহা/১৬০৫/মোজা/স্বব