বাসস বাজেট-৩৪ : বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ গতবারের তুলনায় দ্বিগুনের বেশী

183

বাসস বাজেট-৩৪
বাজেট-পর্যটন-বিমান
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ গতবারের তুলনায় দ্বিগুনের বেশী
ঢাকা, ৭ জুন, ২০১৮ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এক হাজার ৫০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে পরিচালন খাতে ৪৬ কোটি ৯১ লাখ এবং উন্নয়ন খাতে এক হাজার ৪৬১ কোটি টাকা ব্যয় করা হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ বরাদ্দের প্রস্তাব করেছেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ২০১৭-১৮ অর্থবছরে এই বরাদ্দের প্রস্তাব ছিল ছয়শ’ ৮৬ কোটি ৮৬ লাখ টাকা, যা পরবর্তীতে সংশোধিত আকারে ৬৫৫ কোটি টাকায় এসে দাঁড়ায়।
২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে- কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্প, খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ে শক্তি বৃদ্ধিকরণ প্রকল্প, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সম্প্রসারণ শীর্ষক প্রকল্প (প্রথম পর্য়ায়), চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ে শক্তি বৃদ্ধিকরণ প্রকল্প, চট্টগ্রামের পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন প্রকল্প, আগারগাঁও’র শেরে বাংলানগরে পর্যটন ভবন নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বাসস/এএসজি/এমএন/১৭৫০/এএএ