বাসস দেশ-৫ : অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলেই ব্যবস্থা : ডিএনসিসি মেয়র

148

বাসস দেশ-৫
মেয়র-আগুন-ব্যবস্থা
অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলেই ব্যবস্থা : ডিএনসিসি মেয়র
ঢাকা, ৩০ মার্চ, ২০১৯ (বাসস) : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর কোন ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং সেন্টারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট মালিক এবং দোকান মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটের অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে তিনি এ কথা বলেন।
ভবন ও দোকান মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোন সংকট মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডিএনসিসি মার্কেটটিতে আগেও আগুন নেভানোর কোন ব্যবস্থা ছিল না এখনও নেই। এটি ঝুঁকিপূর্ণ। আগামী ১০ দিনের মধ্যে পুড়ে যাওয়া এই মার্কেটের সংস্কার কাজ করা হবে। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।
বাসস/সংবাদদাতা/এসএস/১৫১২/কেজিএ