বাজিস-৯ : গোপালগঞ্জে ব্যাটারি চালিত দু’টি ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

162

বাজিস-৯
গোপালগঞ্জে ব্যাটারি চালিত দু’টি ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত
গোপালগঞ্জ, ৭ জুন, ২০১৮ (বাসস) : জেলায় ব্যাটারি চালিত দু’টি ইজি বাইকের সংঘর্ষে সাহেব আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের পাচুড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, একটি ইজি বাইকে করে জেলা শহরের তেঘরিয়ায় যাকাতের কাপড় আনতে যাচ্ছিলেন সাহেব আলী। এসময় ইজি বাইকটি শহরের পাচুড়িয়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়লে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন এলাকাবাসী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাহেব আলীর বাড়ী মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের গুনহর গ্রামে।
বাসস/সংবাদদাতা/১৭৩৫/জহ/-মরপা