বাসস দেশ-১ : গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

150

বাসস দেশ-১
ডিএনসিসি-আগুন-নিয়ন্ত্রণে
গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ৩০ মার্চ, ২০১৯ (বাসস): রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট এবং নৌবাহিনীর সদস্যরা এ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে তাদের ১১টি ইউনিট ভোর ৫ টা ৫৫ তে এখানে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ইউনিট এসে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের জানান, ফায়ার ফাইটাররা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে। এর আগেও এই মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। আগের ঘটনার পর এই ব্যাপারে ব্যবস্থা নিতে কয়েকবার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।
বাসস/নিজস্ব/এসএস/১৬৩০/আরজি