বাসস বাজেট-৩৩ : আগামী অর্থবছরের বাজেটে সেতু বিভাগের জন্য ৯ হাজার ১শ’ ১৪ কোটি ২ লাখ টাকা বরাদ্দ

206

বাসস বাজেট-৩৩
সেতু বিভাগ – বরাদ্দ
আগামী অর্থবছরের বাজেটে সেতু বিভাগের জন্য ৯ হাজার ১শ’ ১৪ কোটি ২ লাখ টাকা বরাদ্দ
ঢাকা,৭ জুন,২০১৮ (বাসস) : আগামী অর্থবছরের (২০১৮-’১৯) প্রস্তাবিত বাজেটে সেতু বিভাগের অনুকুলে মোট ৯ হাজার ১শ’ ১৪ কোটি ২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এরমধ্যে উন্নয়ন খাতে বরাদ্দের পরিমান রয়েছে ৯ হাজার ১শ’ ১২ কোটি ১৫ লাখ টাকা এবং পরিচালন ব্যয় হিসেবে ধরা হয়েছে ১ কোটি ৮৭ লাখ টাকা।
২০১৮ -’১৯ অর্থবছরের জন্য সেতু বিভাগের উন্নয়ন খাতে বরাদ্দকৃত অর্থ পদ্মা বহুমুখী সেতু নির্মাণ কাজ তরান্বিত করার পাশাপাশি,ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণ,ঢাকা মহানগরীর সাবওয়ে (আন্ডার-গ্রাউন্ড মেট্রো) নির্মাণ সম্ভাবতা সমীক্ষা পরিচালনা ও যমুনা নদীর তলদেশে টানেল নির্মাণ সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনাসহ মোট ৮টি কার্যাবলী/প্রকল্প বাস্তবানের কাজে ব্যয় করা হবে।
বাসস/নিজস্ব/জেডআরএম/১৭৫০/এইচএন