প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে : রেলপথ মন্ত্রী

649

পঞ্চগড়, ২৯ মার্চ, ২০১৯ (বাসস) : রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, শুধু গ্রামে নয়, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। বর্তমান সরকার গ্রামকে শহরে পরিণত করার যে অভিপ্রায় ব্যক্ত করেছে, সেজন্য গ্রামে-গ্রামে, ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় জেলার বড়শশী ও চিলাহাটী ইউনিয়নের ১৯ গ্রামের ১ হাজার ৩২০টি বাড়ীতে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী এসব কথা বলেন।
বগদুলঝুলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতি এই অনুষ্ঠানের আযোজন করে।
রেলপথ মন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যে প্রতিটি গ্রাম শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। কোন বাড়ীই বিদ্যুতের বাইরে থাকবে না। সরকার বিদ্যুতের পাশাপাশি সব ধরণের উন্নয়ন কাজ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা হবে।
বড়শশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আফাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, পল্লী বিদ্যুৎ বিভাগের জেনারেল ম্যানেজার আবু আশরাফ মোঃ সালেহ প্রমুখ বক্তব্য দেন।
পল্লী বিদ্যুৎ বিভাগ এই দুটি ইউনিয়নে ৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৩৭ দশমিক ৯৬৭ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ বাস্তবায়ন করেছে।