বাসস ক্রীড়া-৯ : নিরপেক্ষ হিসেবে ছাড়পত্র পেয়েছে রাশিয়ার আরো পাঁচ অ্যাথলেট

136

বাসস ক্রীড়া-৯
অ্যাথলেটিকস-রাশিয়া-ডোপিং
নিরপেক্ষ হিসেবে ছাড়পত্র পেয়েছে রাশিয়ার আরো পাঁচ অ্যাথলেট
প্যারিস, ২৯ মার্চ ২০১৯ (বাসস/এএফপি) : নতুন করে রাশিয়ার আরো পাঁচ অ্যাথলেটকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রত্যাবর্তনের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ)। তবে রাশিয়ার হয়ে নয় তাদেরকে নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবেই অংশ নিতে হবে বলে আইএএএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে।
রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অ্যাথলেটদের মাদক গ্রহণের প্রমাণ পাওয়ার পর ২০১৫ সালের নভেম্বরে রাশিয়াকে আন্তর্জাতিক ইভেন্ট থেকে নিষিদ্ধ করে বিশ্ব অ্যাথলেটিকসের এই নিয়ন্ত্রক সংস্থা। তবে নিরপেক্ষ হিসেবে রুশ অ্যাথলেটদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ দেয় তারা।
নতুন করে ছাড়পত্র পাওয়া অ্যাথলেটরা হলেন এলিজাভেতা কামেনেটস, আলেক্সান্ডার কোমারভ, রেইল কুতুয়েভ, লিলিয়া মেন্ডায়েভা ও আলেক্সে শেভচুক। এই নিয়ে ২০১৯ সাল পর্যন্ত মোট ৬৮ রুশ এ্যাথলেট আইএএএফ’র এই ছাড়পত্র পেল।
বাসস/এএফপি/এমএইচসি/১৮২৫/স্বব